লন্ডনে টমি রবিনসনের নেতৃত্বে বিক্ষোভ: অভিবাসনবিরোধী ও ইসলামবিরোধী বক্তব্য নিয়ে র‍্যালি

লন্ডন: ব্রিটেনে অভিবাসন ও মুসলিমবিরোধী বক্তব্যের জন্য পরিচিত কর্মী টমি রবিনসনের ডাকে দশ হাজারাধিক মানুষ লন্ডনের রাজপথে বিক্ষোভ করেছে। শনিবার টেমস নদীর দক্ষিণ তীর থেকে পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের দিকে এ র্যালি বের করা হয়। পুলিশের ব্যাপক প্রস্তুতি থাকলেও এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিক্ষোভকারীরা ব্রিটেনের ইউনিয়ন জ্যাক ও ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রসের পতাকা বহন করেন। এছাড়া অনেকের হাতে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। কেউ কেউ পরেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ‘মেক অ্যামেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) ক্যাপ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনায় স্লোগান দেন তারা। ‘তাদের বাড়ি পাঠাও’ লেখা প্ল্যাকার্ডও ছিল অনেকের হাতে। অনেক বাবা-মা শিশুদের নিয়েও অংশ নেন এ বিক্ষোভে।

রবিনসন একে ‘বাকস্বাধীনতার উদযাপন’ বলে দাবি করেন। এছাড়া গত বুধবার নিহত মার্কিন রক্ষণশীল কর্মী চার্লি কার্কের স্মরণেও এ র্যালি অনুষ্ঠিত হয়। রবিনসন এক্স (টুইটার) এ দাবি করেন, ‘লক্ষাধিক মানুষ আমাদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছেন।’

টমি রবিনসনের প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন। নিজেকে সাংবাদিক বলে দাবি করা রবিনসন রাষ্ট্রীয় অনিয়মের কথা তুলে ধরেন বলে দাবি করেন। টেসলা ও এক্স (টুইটার) প্রধান এলন মাস্ককে তিনি তার সমর্থক বলে দাবি করেন। একাধিক অপরাধে দণ্ডিত রবিনসনকে ব্রিটেনের প্রধান অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে দূরত্ব বজায় রেখে আসছে।