সিলেটের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র থেকে সাদাপাথর লুটের ঘটনায় আলোচিত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাদাপাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে।
র্যাপিড একশন ব্যাটালিয়ন-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান চালায়। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। সাদাপাথর লুটকাণ্ডে তার নাম আসায় গত ১১ আগস্ট বিএনপি থেকে তার সকল দলীয় পদ স্থগিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তেও সাদাপাথর লুটেরার তালিকায় তার নাম উঠে আসে।
গ্রেপ্তারের পর তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।
উল্লেখ্য, সাহাব উদ্দিন একজন পাথরব্যবসায়ী এবং ভোলাগঞ্জ পাথর আমদানিকারক সংগঠনের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে ভোলাগঞ্জ মহাসড়ক পাশের রিসোর্ট ও রোপওয়ে বাঙ্কারে হামলা, সরকারি জমি দখল এবং পাথরমহালের জমি ভাড়া দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।
